আমাদের সম্পর্কে
ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়টি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত ।বিদ্যালয়টির আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN, হল 117250। ০১ জানুয়ারী, ১৯২৩ সালে, বিদ্যালয়টির প্রথম কার্যক্রম শুরু করে। ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের বিকল্প নাম হল ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়। এটি একটি সম্মিলিত ধরণের সহ-শিক্ষামূলক প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রে শিক্ষা প্রদান করে: মানবিক, বিজ্ঞান, ব্যবসায় অধ্যয়ন।
প্রতিষ্ঠানটির এমপিও নম্বর হল 6007011303। ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় যশোর শিক্ষা বোর্ডের অধীনে।